web analytics
এযাবৎ প্রকাশিত ভুক্তি 544 টি

বাঙ্গালা ভাষার অভিধান
জ্ঞানেন্দ্রমোহন দাস
জ্ঞানেন্দ্রমোহন দাস রচিত বাঙ্গালা ভাষার অভিধান প্রথম প্রকাশিত হয় ১৯১৭ খ্রিষ্টাব্দে, দ্বিতীয় পরিমার্জিত ও পরিবর্তিত সংস্করণ প্রকাশিত হয় ১৯৩৭ খ্রিষ্টাব্দে। বাঙ্গালা ভাষার অভিধান শব্দের উচ্চারণ, স্বত উচ্চার্য প্রণালী, বর্ণ, শব্দ, পঙ্‌ক্তি, পর্যায় ইত্যাদি বিন্যাস ও পাঠনির্দেশ, ব্যুৎপত্তি, অর্থ, প্রয়োগ প্রভৃতি নির্দেশ, বাঙলা ও সংস্কৃত নামধাতু ও বাঙলা ধ্বন্যাত্মক (onomatopoetic) শব্দোৎপন্ন ধাত্বর্থ, বাঙলা গ্রন্থাদিতে উল্লিখিত প্রসিদ্ধস্থানের উচ্চারণসহ ভৌগোলিক সংস্থান ও পরিচয় (Indian Gazetteer), বাঙলা ভাষায় প্রচলিত সংস্কৃত, হিন্দী ও বৈদেশিক প্রবচন ও শব্দাদি, প্রাচীন ও আধুনিক মুদ্রা, পরিমাণ, সংখ্যা ও পরিমাপবাচক শব্দাদি, মেট্রিক্ বা ফরাসী দশমিক পরিমাণ প্রণালী (Metric system), বাঙলা ভাষায় সুপ্রচলিত প্রবাদ বা উল্লেখের সাথে সংসৃষ্ট পৌরাণিক, ঐতিহাসিক ও কাল্পনিক ব্যক্তির নাম, বঙ্গীয় হিন্দু মুসলমান নরনারীর প্রচলিত নাম-সংক্ষেপ ও ডাকনামবোধক শব্দাদি এবং বাঙালী মুসলমানদের আরবী ও ফারসী নামের বিশুদ্ধ উচ্চারণসঙ্গত বানান ও ব্যুৎপত্তিগত অর্থ, বিবিধ বাঙলা গ্রন্থ-পত্রাদিতে ব্যবহৃত প্রচলিত সংক্ষেপসমূহের (abbreviations) অর্থ, বাঙলা গ্রন্থ-পত্রাদিতে ব্যবহৃত চিহ্ন বা সঙ্কেতের অর্থ ও বিদেশী নামের বিশুদ্ধ উচ্চারণ ও সংক্ষিপ্ততম পরিচয় সম্বলিত শব্দাভিধান।
বাঙ্গালা ভাষার অভিধান
সঙ্কলন
প্রকাশিত ভুক্তি
544টি
আদ্যক্ষর
3টি
নির্মাণ
পরিচালনায়
দাবীত্যাগ

বাঙ্গালা ভাষার অভিধান গ্রন্থের সঙ্কলক জ্ঞানেন্দ্রমোহন দাস ১৯৩৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর রচিত গ্রন্থসমূহের উৎস দেশ ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে, লেখকের মৃত্যুর ষাট বছর পর স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত অথবা বেনামে বা ছদ্মনামে ও মরণোত্তর প্রকাশিত রচনা বা গ্রন্থসমূহ প্রথম প্রকাশের ষাট বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়৷ অর্থাৎ, ১ জানুয়ারি 2020 সালে, 1960 সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।

পাঠশালা অনুসন্ধান
বাঙ্গালা ভাষার অভিধান-এ 544টি ভুক্তি প্রকাশিত হয়েছে৷ কাঙ্ক্ষিত ভুক্তি না পেলে যোগাযোগ পাতায় আমাদের অবহিত করুন৷
সাম্প্রতিক প্রকাশনা
সহপ্রকল্প
বাঙ্গালা ভাষার অভিধান ছাড়াও অলাভজনক প্রতিষ্ঠান এডুলিচার আরও বেশ কিছু উন্মুক্ত প্রকল্প নিয়ে কাজ করছে:
বিদ্যাসাগর রচনাবলী বঙ্কিম রচনাবলী রবীন্দ্র রচনাবলী শরৎ রচনাবলী জীবনানন্দ রচনাবলী নজরুল রচনাবলী সুকুমার রচনাবলী সুকান্ত রচনাবলী এডুলিচার সরসগল্প এডুলিচার শব্দকোষ